আন্তর্জাতিক ডেস্কঃ তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ। তুষারপাতে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে জেনেভা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে,বৈরী আবহাওয়ার কারণে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বিমান পরিসেবা বন্ধ থাকবে। রানওয়েতে বরফের স্তর জমে থাকার কারণে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। তবে,বিশেষ তৎপরতায় রানওয়ে থেকে বরফ সরানোর কাজ শুরু করা হয়েছে। বৈরী আবহাওয়া ও পরিসেবা বন্ধ থাকায় যাত্রীদের বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে,আবহাওয়া দফতর জানায়,ইউরোপের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বে মোট চার থেকে ছয় ইঞ্চি তুষারপাত হয়েছে। তুষারপাতের কারণে স্থানীয় বাসিন্দাদের পিচ্ছিল রাস্তায় সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। তারা জানায়,এছাড়া তুষারপাতের এ সময়ে রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে। এ কারণে স্থানীয়দের সতর্ক চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।