আন্তর্জাতিক ডেস্কঃ এশিয়ার দেশ আজারবাইজানে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে কমপক্ষে ৩০ জনের প্রাণহানির খবর জানা গেছে।আজ শুক্রবার দিনের শুরুতে দেশটির রাজধানী বাকুতে রিপাবলিকান ড্রাগ অ্যাবিউজ ট্রিটমেন্ট সেন্টারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজারবাইজানের অগ্নিনির্বাপক কর্মী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই ভবনে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পুনর্বাসন কেন্দ্রটি থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।এর মধ্য থেকে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।