News71.com
 International
 03 Mar 18, 03:01 AM
 141           
 0
 03 Mar 18, 03:01 AM

ইউক্রেনের কাছে সমরাস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের কাছে সমরাস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।


আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে।এ অবস্থায় ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করতে রাশিয়ার আপত্তি ছিল।তবে রাশিয়ার সেই আপত্তি উপেক্ষা করে ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।গতকাল শুত্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে অস্ত্র বিক্রির এ তথ্য নিশ্চিত করেছে।প্রাথমিকভাবে ইউক্রেনের কাছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।


ইউক্রেনের দ্য ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ২১০টি ক্ষেপণাস্ত্র ও ৩টি উৎক্ষেপক বিক্রির অনুরোধ জানানোর প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ইউক্রেনের ব্যয় হবে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং অস্ত্র বিক্রির মধ্যস্থতাকারীরা ইউক্রেন সেনাবাহিনীর হাতে এ অস্ত্র পৌঁছে দেবে। ইউক্রেনের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন