News71.com
 International
 03 Mar 18, 03:00 AM
 136           
 0
 03 Mar 18, 03:00 AM

আত্মঘাতি হামলার প্রস্তুতিকালে লিবিয়ায় ৫ আইএস জঙ্গি গ্রেফতার

আত্মঘাতি হামলার প্রস্তুতিকালে লিবিয়ায় ৫ আইএস জঙ্গি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার নিরাপত্তা বাহিনী ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। বোমা ও আত্মঘাতী হামলায় জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়।গতকাল শুক্রবার লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গাড়িবোমা হামলার প্রস্তুতি এবং আত্মঘাতী হামলাকারীদের পাঠানোর পর এসব জঙ্গিরা বিভিন্ন নিরাপত্তা স্থাপনা ও সরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করছিল।বিবৃতিতে আরো বলা হয়, ত্রিপোলি ও মিসুরাতে সন্ত্রাসী হামলা চালাতে আইএস নেতারা তাদেরকে মরুভূমি এলাকায় প্রশিক্ষণ দেয়।এতে বলা হয়, গ্রেফতার হওয়া এসব জঙ্গি লিবিয়ার বিভিন্ন নগরীতে আত্মঘাতী বোমা হামলা চালানোর ক্ষেত্রে তাদের ভূমিকা পালনের কথা স্বীকার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন