আন্তর্জাতিক ডেস্কঃ চার দিনের সফরে ভারতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন৷আগামী ৯ মার্চ আসবেন তিনি৷১০ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে করবেন তিনি৷এই বৈঠকে ফরাসি ও ভারতের জয়িতাপুর পরমাণু শক্তি প্রকল্প নিয়ে একটি চুক্তিতে আবদ্ধ হতে পারে৷এমনকি ম্যাক্রন ও মোদী ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সম্মেলনে যোগদান করবেন৷এর আগে ২০১৬ তে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ অলান্দে ভারতে এসেছিলেন প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে।২০১৭-তে ফ্রান্সে যান প্রধানমন্ত্রী মোদী।সেইসময় মুখোমুখি হয়েছিলেন ম্যাক্রনের সঙ্গে।আগামী ১০ মার্চ বৈঠকের পর ১১ মার্চ যৌথভাবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স-এ যৌথভাবে পৌরহিত্য করবেন মোদী ও ম্যাক্রন। ভারতের বিদেশমন্ত্রণালয় তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,১৯৯৮ তে ভারত ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়।এরপর থেকেই দুই দেশের রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছে।প্রতিরক্ষা, নৌ-সুরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দুই দেশ একে অপরকে সহযোগিতা করে বলেও উল্লেখ করা হয়েছে।ম্যাক্রনের এই সফরে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই মনে করছে ভারত।