News71.com
 International
 03 Mar 18, 01:36 AM
 137           
 0
 03 Mar 18, 01:36 AM

৯ মার্চ ভারত সফরে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন।

৯ মার্চ ভারত সফরে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন।

 আন্তর্জাতিক ডেস্কঃ চার দিনের সফরে ভারতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন৷আগামী ৯ মার্চ আসবেন তিনি৷১০ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে করবেন তিনি৷এই বৈঠকে ফরাসি ও ভারতের জয়িতাপুর পরমাণু শক্তি প্রকল্প নিয়ে একটি চুক্তিতে আবদ্ধ হতে পারে৷এমনকি ম্যাক্রন ও মোদী ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সম্মেলনে যোগদান করবেন৷এর আগে ২০১৬ তে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ অলান্দে ভারতে এসেছিলেন প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে।২০১৭-তে ফ্রান্সে যান প্রধানমন্ত্রী মোদী।সেইসময় মুখোমুখি হয়েছিলেন ম্যাক্রনের সঙ্গে।আগামী ১০ মার্চ বৈঠকের পর ১১ মার্চ যৌথভাবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স-এ যৌথভাবে পৌরহিত্য করবেন মোদী ও ম্যাক্রন। ভারতের বিদেশমন্ত্রণালয় তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,১৯৯৮ তে ভারত ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়।এরপর থেকেই দুই দেশের রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছে।প্রতিরক্ষা, নৌ-সুরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দুই দেশ একে অপরকে সহযোগিতা করে বলেও উল্লেখ করা হয়েছে।ম্যাক্রনের এই সফরে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই মনে করছে ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন