News71.com
 International
 03 Mar 18, 12:55 PM
 135           
 0
 03 Mar 18, 12:55 PM

ত্রিপুরায় বামদের হটিয়ে কেন্দ্রে দখল করতে চলেছে নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপি।  

ত্রিপুরায় বামদের হটিয়ে কেন্দ্রে দখল করতে চলেছে নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপি।   

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরায় দীর্ঘবছর সরকার চালানো বামদের হটিয়ে মসনদ দখল করতে চলেছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপি।রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে রয়েছে দলটি।আজ শনিবার ত্রিপুরা বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৫৯টি আসনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে।সকাল ৮টা থেকে শুরু হওয়া এ গণনায় দুপুর পর্যন্ত ৩৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

আর মুখ্যমন্ত্রী মানিক সরকারের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট) এগিয়ে আছে ২০টি আসনে।নির্বাচনের ভোট মোট ৪ রাউন্ড গণনা করা হবে।এরই মধ্যে ২ রাউন্ড গণনা শেষ হয়েছে।প্রাথমিক গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে বামফ্রন্টকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বিজেপি।গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দল একটি আসন পেয়েছে।তবে কংগ্রেস কোনো আসন পায়নি। এদিকে সিপিএম প্রার্থী রমেন্দ্র নারায়ন দেববর্মার মৃত্যুতে চারিলাম আসনে ভোট স্থগিত করা হয়েছে। ওই আসনে আগামী ১২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন