নিউজ ডেস্কঃ ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও মডেল-অভিনেত্রী মেগান মার্কেল তাদের বিয়ের অনুষ্ঠানে ২ হাজারেরও বেশি সাধারণ মানুষকে নিমন্ত্রণ জানাচ্ছেন।এই ভাগ্যবানরা বার্কশায়ারের ইংলিশ কাউন্টিতে অবস্থিত উইন্ডসর ক্যাসেলে বরকনেকে সামনে থেকে দেখার সুযোগ পাবেন।দুই হাজারেরও বেশি সাধারণ অতিথির মধ্যে থাকছেন স্ব স্ব কমিউনিটিতে কর্মরত ১ হাজার ২০০ জন।অতিথি তালিকায় থাকছেন হ্যারি ও মেগান সহায়তা দেন এমন চ্যারিটি ও সংগঠনের সঙ্গে যুক্ত ২০০ জন।এছাড়া আসবেন স্থানীয় দুটি স্কুলের ১০০ ছাত্রছাত্রী, ৬১০ জন উইন্ডসর ক্যাসেল কমিউনিটি সদস্য ও রাজপরিবারের ৫৩০ জন সদস্য।
সব মিলিয়ে বরকনের আসার মুহূর্ত দেখার জন্য ২ হাজার ৬৪০ জনকে নিমন্ত্রণ জানানো হচ্ছে।কেনসিংটন প্যালেস জানিয়েছে, ভাগ্যবানদের বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে।যুক্তরাজ্য জুড়ে তাদের নির্বাচন করছেন ব্রিটেনের রানির প্রতিনিধিরা।২০১৭ সালের নভেম্বরে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বাগদান হয়।এ বছরের ১৯ মে উইন্ডসর ক্যাসেলে সেন্ট জর্জ’স শাপেলে তারা বিয়ের বন্ধনে জড়াবেন।দু’জনের চাওয়া, এই শুভক্ষণের অংশ হবেন সাধারণ মানুষ।প্রিন্স হ্যারির পক্ষ থেকে বিয়েতে থাকবেন ব্রিটেনের রানি ও রাজপরিবারের সব সদস্য।আর কনে মেগান মার্কেলের পাশে থাকছেন তার বাবা-মা থমাস মার্কেল ও ডোরি র্যাগল্যান্ড।