আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে গতকাল শুক্রবার রাতে একটি শক্তিশালী ঝড়ের আঘাতে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে।ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ মাইল বা ১২৯ কিলোমিটার।ঝড়ের কারণে বোস্টনে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।ওই অঞ্চলে রেল সেবা ব্যহত হচ্ছে এবং বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের কারণে উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যপশ্চিমের প্রায় ১৭ লাখ বাড়ি-ঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ৯৬ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ায় রাজধানী ওয়াশিংটনের সরকারি সব কার্যালয় বন্ধ রাখা হয়েছে।ঝড়ের কারণে জরুরি অবস্থা জারি করেছেন ভার্জিনিয়ার গভর্নর রালফ নর্থাম।