আন্তর্জাতিক ডেস্কঃ আজারবাইজানের রাজধানী বাকুতে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। আজারবাইজানের সংবাদ সংস্থা এপিএর খবরে জানানো হয়েছে, একতলা ভবনটিতে অগ্নিকাণ্ডের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুনর্বাসন কেন্দ্রের চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট আলিয়েভ, জরুরি সহায়তা মন্ত্রী কামালাদ্দিন হাইদারভ ও স্বরাষ্ট্রমন্ত্রী রামিল উসুবভ।