আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে বাকযুদ্ধ আর ভয়ঙ্করসব মহড়ায় ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো।আর তারই জের ধরে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,মিত্র দেশগুলোর ওপর পরমাণু হামলা হলে তা রাশিয়ার ওপর হামলা বলে বিবেচনা করা হবে।তার প্রতিউত্তরে তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।গতকাল শুত্রবার রাজধানী মস্কোয় বার্ষিক স্টেট অব দ্যা নেশন বক্তৃতায় পুতিন বলেন, মর্কিন নতুন নীতিতে প্রচলিত কোনো হামলা হলে এমনকি সাইবার হুমকির জন্যও আমেরিকা পরমাণু অস্ত্র ব্যবহার করবে বলে ঘোষণা করেছে।পরিস্থিতি এমন হলে রাশিয়াও পাল্টা হামলার অধিকার রাখে, সেই হামলা রাশিয়ার ওপর হোক কিংবা মিত্রদেশগুলোর ওপর হোক। প্রচলিত অস্ত্রের জবাব প্রচলিত অস্ত্র দিয়ে দেয়া হবে এবং গণবিধ্বংসী অস্ত্রের জবাব দেয়া হবে ঠিকই একই রকম অস্ত্র দিয়ে।শত্রুপক্ষ রাশিয়ার উন্নয়নকে আটকে দিতে বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।