আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার অভ্যন্তরে ইরাকের সীমান্ত সংলগ্ন আল-তানাফ এলাকায় প্রায় দুই বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সামরিক ঘাঁটি তৈরি করেছে। সেখানে বিস্তীর্ন এলাকা কার্যত দখল করে রেখেছে তারা। এবার সেই সেনাঘাঁটিতে সম্প্রতি ৬০০ মার্কিন সেনা প্রবেশ করেছে। গত কয়েক দিনে মার্কিন সেনাদের বেশ কিছু ইউনিটকে সাঁজোয়া যানসহ ওই সেনাঘাঁটিতে প্রবেশ করতে দেখা গেছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের কর্মকর্তা আলেক্সজান্ডার ভেনেদিক্তোভের বরাত দিয়ে সূত্র জানায়,সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী অধ্যুষিত এলাকায় প্রায় ২০টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র আরো জানায়, সিরিয়ায় বিদেশিদের হস্তক্ষেপের কারণে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন সামরিক বাহিনী ২০টি ঘাঁটি নির্মাণ করেছে। যুক্তরাষ্ট্র কুর্দি বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহ করছে বলেও ওই রুশ নিরাপত্তা কর্মকর্তা জানান। দামেস্ক সরকারের অনুমতি ছাড়া আল-তানাফ সেনাঘাঁটির আশপাশের ৫৫ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র।