News71.com
 International
 02 Mar 18, 06:15 AM
 144           
 0
 02 Mar 18, 06:15 AM

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুর-জাপানের।।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুর-জাপানের।।


নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুর ও জাপানের।২০১৮ সালের এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৭তম।বিশ্বের সব দেশের পাসপোর্ট নিয়ে এ তুলনামূলক রিপোর্টটি প্রকাশ করে বহুজাতিক ল ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্স।তালিকায় ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারার সুবিধার উপর ভিত্তি করে হালনাগাদ করা হয়।২০১৭ সালের হালনাগাদে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল জার্মানির।কিন্তু এ বছর জার্মানিকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে সিঙ্গাপুর ও জাপানের পাসপোর্ট।এ দু’টি দেশের পাসপোর্ট দেখিয়ে বিনা ভিসায় বিশ্বের ১৮০টি দেশ ভ্রমণ করা যায়।জার্মানি রয়েছে দ্বিতীয় অবস্থানে।জার্মানির পাসপোর্ট নিয়ে বিনা ভিসায় ভ্রমণ করা যাবে ১৭৯টি দেশে। ফ্রান্স, ইতালি, স্পেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন ও দক্ষিণ কোরিয়া একত্রে অবস্থান করছে তৃতীয়তে। এসব দেশের পাসপোর্ট নিয়ে বিনা ভিসায় ১৭৮টি দেশ ঘুরে আসা যাবে।


সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৭তম। বাংলাদেশি পাসপোর্টে বিনা ভিসায় ভ্রমণ করা যায় ৩৮টি দেশ। একই অবস্থানে রয়েছে লেবানন, ইরান ও কসোভো। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে উত্তর কোরিয়া (৯৫তম) ও মিয়ানমার (৯৪তম)।দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে আছে মালদ্বীপ (৫৯তম)। এরপর রয়েছে ভারত (৮১তম), ভুটান (৮৫তম), শ্রীলংকা (৯৪তম), নেপাল (৯৯তম) ও পাকিস্তান (১০২তম)।তালিকায় সবচেয়ে নিচে অবস্থানকারী দেশটি আফগানিস্তান।দেশটির অবস্থান ১০৫, পয়েন্ট ২৪।তালিকায় প্রথম দশের মধ্যে অবস্থানকারী বেশিরভাগই ইউরোপের পাসপোর্ট। যুক্তরাজ্য রয়েছে চতুর্থ ও যুক্তরাষ্ট্র পঞ্চম অবস্থানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন