আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ত্রিপুরা রাজ্যের সমবায় ও মৎস্য দফতরের মন্ত্রী ও ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) নেতা খগেন্দ্র জমাতিয়া মারা গেছেন।আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ১০মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
সিপিআই-এম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, দলের এ নেতার মৃত্যুতে ত্রিপুরা রাজ্য ব্যাপী দলের পতাকা এক দিনের জন্য অর্থ নমিত রাখা হবে। পাশাপাশি তিনি তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দলের পক্ষ থেকে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হবে এবং দলীয় কর্মসূচি ঘোষণা করা হবে।