News71.com
 International
 02 Mar 18, 12:11 PM
 133           
 0
 02 Mar 18, 12:11 PM

সিরিয়ায় প্রায় ২০টি সামরিক ঘাঁটি বানিয়েছে যুক্তরাষ্ট্র ।। রাশিয়া  

সিরিয়ায় প্রায় ২০টি সামরিক ঘাঁটি বানিয়েছে যুক্তরাষ্ট্র ।। রাশিয়া   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলে প্রায় ২০টি সামরিক ঘাঁটি তৈরির অভিযোগ করেছে রাশিয়া।গতকাল বৃহস্পতিবার এমন অভিযোগ করেন রুশ নিরাপত্তা কাউন্সিলের সচিব নিকোলাই পাত্রুশেভের সহযোগী আলেকজান্দার ভেনেদিকতোভ।তিনি বলেন, সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করছে ওয়াশিংটন।ইতোপূর্বে তুরস্কের পক্ষ থেকেও একই রকমের অভিযোগ তোলা হয়েছিল।আইএসকে পরাজিত করার পর সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিস্তৃত অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি।সেখানেই মার্কিন সামরিক ঘাঁটিগুলো স্থাপন করা হয়েছে।রাশিয়া ও তুরস্কের অভিযোগ, অস্ত্র সরবরাহের মাধ্যমে ওয়াইপিজি’কে পৃষ্ঠপোষকতা করছে ট্রাম্প প্রশাসন।

ওয়াইপিজিকে তুরস্কে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সিরীয় শাখা মনে করে আঙ্কারা। তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকার স্বাধীনতা চায় পিকেকে।আলেকজান্দার ভেনেদিকতোভ বলেন, কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করে আফরিনে সামরিক অভিযান চালাতে তুরস্ককে উসকানি দিয়েছে যুক্তরাষ্ট্র।১৯৭৮ সালের আবদুল্লা ওচালান পিকেকে প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল তুরস্কের কুর্দিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। ছয় বছর পর সশস্ত্র যুদ্ধ শুরু হলে তাতে ৪০ হাজার মানুষ নিহত হন।বাস্তুচ্যুত হন লাখ লাখ মানুষ। তবে এখন পিকেকে স্বাধীনতার পরিবর্তে স্বায়ত্বশাসন চাইছে।তুরস্কে ১৯২০ এবং ১৯৩০ সালে দুই দফায় কুর্দি অভ্যুত্থানের পর তাদের ব্যাপারে হার্ডলাইনে যায় তুর্কি কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন