News71.com
 International
 02 Mar 18, 12:08 PM
 132           
 0
 02 Mar 18, 12:08 PM

সন্ধান মিলেছে মহাবিশ্বের প্রথম আলোকচ্ছটার।।

সন্ধান মিলেছে মহাবিশ্বের প্রথম আলোকচ্ছটার।।

নিউজ ডেস্কঃ গবেষকরা সম্প্রতি জানিয়েছেন, তারা মহাবিশ্বের প্রথম উৎপন্ন হওয়া আলোর সন্ধান পেয়েছেন।এ আলোর উৎস বহু বিলিয়ন বছর আগে হলেও এখনও রয়ে গেছে।বিগ ব্যাং বা মহাবিস্ফোরণে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিজ্ঞানীরা। তবে এ বিস্ফোরণের পর বহু বিলিয়ন বছর কেটে গেলেও সেই সময়ের আলোর চিহ্ন পেয়েছেন বলে দাবি করছেন তারা। তাদের দাবি, হাইড্রোজেনের ভেতরে ‘ব্যাকগ্রাউন্ড’ রেডিয়েশন হিসেবে এটি রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যারাইজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষক জাড বোম্যান বলেন,এবারই প্রথমবারের মতো আমরা মহাবিশ্বের প্রথম আলোর চিহ্ন পেলাম ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হিসেবে,যা হাইড্রোজেনে রয়েছে।গবেষকরা বলছেন, বিগ ব্যাঙের পর প্রায় ১৮০ মিলিয়ন বছর অন্ধকারে ছিল মহাবিশ্ব। এরপর আলো ফুটতে শুরু করে।গবেষণাটির ফলাফল ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে ন্যাচার জার্নালে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন