News71.com
 International
 02 Mar 18, 11:02 AM
 144           
 0
 02 Mar 18, 11:02 AM

জার্মানিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্লেনে তেল সরবরাহে বাধা।

জার্মানিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্লেনে তেল সরবরাহে বাধা।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে বহন করে নিয়ে যাচ্ছিল একটি ইরানি ফ্লাইট। জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে সেই ফ্লাইটটির জ্বালানি প্রয়োজন ছিল। তবে স্থানীয় তেল সরবরাহকারীরা সেই ফ্লাইটে তেল দিতে অস্বীকার করে মার্কিন নিষেধাজ্ঞার আতঙ্কে।পরে অবশ্য জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে এ অনিশ্চয়তার অবসান ঘটে।বিমানটিতে শেষ পর্যন্ত জ্বালানি সরবরাহ করে জার্মান সেনাবাহিনী। বিমানবন্দরের জ্বালানি কোম্পানিগুলো ওই বিমানকে জ্বালানি দিতে অস্বীকার করার পর এ ঘটনা ঘটে।সে সময় মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটিকে জানিয়ে দেয়,স্থানীয় কোম্পানিগুলো ইরানি বিমানকে জ্বালানি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয় কিনা সে আশঙ্কায় এসব কোম্পানি তেল দিতে অস্বীকৃতি জানাচ্ছে।এর আগে তেল সরবরাহে অস্বীকৃতির কারণে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষণ দেয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল।পরে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানে তেল সরবরাহ করায় অনিশ্চয়তার অবসান ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন