News71.com
 International
 02 Mar 18, 12:59 PM
 122           
 0
 02 Mar 18, 12:59 PM

নতুন বিশ্ব ব্যবস্থায় আফ্রিকাকে পাশে চায় তুরস্ক ।। প্রেসিডেন্ট এরদোয়ান

নতুন বিশ্ব ব্যবস্থায় আফ্রিকাকে পাশে চায় তুরস্ক ।। প্রেসিডেন্ট এরদোয়ান


আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, নতুন যে বিশ্ব ব্যবস্থা তৈরি হবে তাতে আফ্রিকাকে পাশে চায় আঙ্কারা।আফ্রিকার সঙ্গে পথ চলতে চায় তুরস্ক।আজ বৃহস্পতিবার মৌরিতানিয়ার রাজধানী নুওয়াকশুতে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আল্ড আবদেল আজিজ-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন এরদোয়ান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

 

এরদোয়ান বলেন, মৌরিতানিয়ার সঙ্গে আমরা এভাবে জোট গঠন করতে চাই যাতে উভয় পক্ষই লাভবান হয়।
তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পরিকল্পনায় যুক্ত ফেটো’র বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকায় মৌরিতানিয়াকে ধন্যবাদ জানান এরদোয়ান।জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটাভুটির কথাও উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট।রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, জেরুজালেম ইস্যুতে আমরা কখনও আপোস করবো না। আল কুদসই (জেরুজালেমের আরবি নাম) ফিলিস্তিনের রাজধানী। আমরা আগেই এর ঘোষণা দিয়েছি।মৌরিতানিয়া সফর শেষে সেনেগাল ও মালি সফরের কথা রয়েছে এরদোয়ানের। এর আগে গত ডিসেম্বরে সুদান, শাদ ও তিউনিসিয়া সফর করেন তুর্কি প্রেসিডেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন