News71.com
 International
 01 Mar 18, 07:02 AM
 138           
 0
 01 Mar 18, 07:02 AM

দুর্নীতির দায়ে হন্ডুরাসের সাবেক ফার্স্টলেডি রোজা এলেনা বোনিলা ডে লোবো গ্রেপ্তার।

দুর্নীতির দায়ে হন্ডুরাসের সাবেক ফার্স্টলেডি রোজা এলেনা বোনিলা ডে লোবো গ্রেপ্তার।

আন্তর্জাতিক ডেস্কঃ হন্ডুরাসের সাবেক ফার্স্টলেডি রোজা এলেনা বোনিলা ডে লোবোকে গ্রেপ্তার করা হয়েছে।সরকারি তহবিল তছরুপের অভিযোগে আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। রোজা এলেনা বোনিলা হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট প্রফিরিও লোবার স্ত্রী।২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন প্রফিরিও।হন্ডুরাসের সুপ্রিমকোর্টের মুখপাত্র মেলভিন দুয়ার্তে জানান, সাবেক ফার্স্ট লেডি পাঁচ লাখ মার্কিন ডলার সমমূল্যের রাষ্ট্রীয় অর্থ তার নিজের অ্যাকাউন্টে জমা করেছেন। তদন্তে এই তথ্য বেরিয়ে এসেছে। ২০১৪ সালের ২৭ জানুয়রি তিনি এই তছরুপ করেন।

সাবেক ফার্স্ট লেডি রোজা এলেনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।এদিকে, দুর্নীতিবিরোধী সংস্থা এমএসিসিআইএইচ জানায়, সাবেক ফার্স্ট লেডির অফিস থেকে মোট চার মিলিয়ন মার্কিন ডলার তছরুপ করা হয়েছে। এছাড়া, তাইওয়ান থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ঘুষ গ্রহণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন