আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,সন্ত্রাসের কোনও জাত ধর্ম নেই।সন্ত্রাস বিরোধী লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে নয়।এ লড়াই হচ্ছে যুবকদের বিপথে পরিচালিত করে এমন মানসিকতার বিরুদ্ধে।আজ বৃহস্পতিবার দিল্লিতে ইসলামিক হেরিটেজ, প্রোমোটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন শীর্ষক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।ভারত সফররত জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ধর্মই মানবিক মূল্যবোধের কথা বলে।তাই আমাদের যুবকদের ইসলামের মানবিক বৈশিষ্ঠ্য গুলোর সঙ্গে পরিচিত হওয়া উচিত।আপনারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন।ভারত হচ্ছে দুনিয়ার সবগুলো প্রধান ধর্মের লীলাক্ষেত্র।এদেশে প্রতিটি ধর্ম বিকশিত হয়েছে।ভাষা, রাজনীতি যাই হোক, প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য এটা গর্ব।ভগবান বুদ্ধ বা মহাত্মা গান্ধী যিনিই হোন, শান্তি ও প্রেম-ভালবাসার সৌরভ পুরো দুনিয়ায় ছড়িয়েছে ভারত থেকেই।ভারতই পৃথিবীকে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সমগ্র বিশ্ব সংসার একই পরিবার, এই ভাবনা উপহার দিয়েছে।সমগ্র দুনিয়াবাসীকে ভারতে নিজের পরিবার বলে মনে করে।এই বোধের মধ্যে সে নিজেকে খুঁজে পায়।ভারতীয় গণতন্ত্র বহু বছরের পুরানো বহুত্ববাদের উদযাপন বলেও মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।