News71.com
 International
 01 Mar 18, 01:09 AM
 140           
 0
 01 Mar 18, 01:09 AM

গত পাঁচ বছরে ৪ হাজার ওয়েবসাইট বন্ধ করেছে চীন।  

গত পাঁচ বছরে ৪ হাজার ওয়েবসাইট বন্ধ করেছে চীন।   

আন্তর্জাতিক ডেস্কঃ গত পাঁচ বছরে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৯০৮টি ওয়েবসাইট বন্ধ করেছে চীন।পাইরেসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে এসব ওয়েবসাইট বন্ধ করে দেয় দেশটির কপিরাইট ওয়াচডগ।তারা আরও জানায়, গত পাঁচ বছরে চীনে ২২ হাজার ৫৬৮টি পাইরেসি মামলার তদন্ত করে ন্যাশনাল কপিরাইট অ্যাডমিনিস্ট্রেশন। তারা ৬০ লাখের বেশি পাইরেটেড প্রকাশনার লিংক মুছে দিয়েছে চীনের ন্যাশনাল কপিরাইট অ্যাডমিনিস্ট্রেশন (এনসিএ) জানায়, ১৩ বছর ধরে পাইরেসির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। দেশটির অন্যান্য ডিপার্টমেন্টের সহায়তায় কপিরাইট ওয়াচডগ এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। অনলাইন সাহিত্য, মিউজিক, ভিডিও, গেমস, অ্যানিমেশন, সফটওয়্যার, মোবাইল অ্যাপস, ক্লাউড স্টোরেজ ও ই-কমার্স প্লাটফর্মের পাইরেসির বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এনসিএর তথ্যমতে, অনলাইন কপিরাইট লঙ্ঘন দমন করা হয়েছে। দেশের সাধারণ মানুষের মধ্যে কপিরাইট সুরক্ষায় সচেতনতা বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন