আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের উত্তরাঞ্চলে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৬ জনে।ওই দুর্ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এক বিবৃতিতে জানানো হয়েছে, বেহেইরা প্রদেশে একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।কোম হামাদা স্টেশনের কাছে ওই দুর্ঘটনায় দুইটি ট্রেন একেবারেই দুমড়ে মুচড়ে গেছে। সাধারণ লোকজন এবং উদ্ধারকর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে গেছেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আলা ওথমান জানিয়েছেন, হতাহতদের সবাইকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিভাবে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।