News71.com
 International
 01 Mar 18, 12:45 PM
 179           
 0
 01 Mar 18, 12:45 PM

চীন-পাকিস্তান সীমান্ত সুরক্ষায় এপাচি হেলিকপ্টার কিনছে ভারত।।  

চীন-পাকিস্তান সীমান্ত সুরক্ষায় এপাচি হেলিকপ্টার কিনছে ভারত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চীন ও পাকিস্তানের সঙ্গে থাকা সীমান্ত সুরক্ষায় বোয়িং কোম্পানির ছয়টি এএইচ-৬৪ই এপাচি এটাক হেলিকপ্টার কেনার প্রক্রিয়া শুরু করেছে।এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রথম পদক্ষেপ হিসেবে নয়াদিল্লি মার্কিন সরকারকে অনুরোধ পত্র পাঠিয়েছে।ওয়াশিংটনের উত্তরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি। এ ধরণের অনুরোধে সাড়া দিতে ছয় মাস পর্যন্ত সময় নেয় ওয়াশিংটন।এপাচি হেলিকপ্টার মূলত মার্কিন সেনাবাহিনী ব্যবহার করে থাকে।এছাড়া জাপান, ইসরায়েল, গ্রীস, নেদারল্যাণ্ডস, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতেরও এই হেলিকপ্টার রয়েছে।

আক্রমণের কাজে ব্যবহার হওয়া নতুন আনতে চাওয়া এই হেলিকপ্টারগুলো বিমান বাহিনীর পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপে (এসিসি) ব্যবহার হবে।গত বছরের আগস্টে ওই হেলিকপ্টার কেনার বাজেটের অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।এসব হেলিকপ্টার ভারত-চীন ও ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন হবে।বিদেশি সামরিক হেলিকপ্টার সংগ্রহে আগ্রহী হলেও ভারতের সামরিক বাহিনী সম্প্রতি নিজেদের নির্মিত অস্ত্র বহনে সক্ষম ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে।ভারতের ড্রোন পরীক্ষার জবাবে পাকিস্তান সামরিক মহড়া চালিয়েছে।বহু মাত্রিক বাহিনীর সঙ্গে লড়াই চালানোর মহড়া দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী।গত মাসে অরুনাচল প্রদেশে চীনের রাস্তা নির্মাণকারী একটি দলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তোলে ভারত। উত্তেজনার পর দুই পক্ষই সংঘর্ষ এড়াতে সক্ষম হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন