News71.com
 International
 01 Mar 18, 10:55 AM
 146           
 0
 01 Mar 18, 10:55 AM

ইয়েমেনে ডিপথেরিয়ার মহামারি আঁকার ধারন ।। মৃতের সংখ্যা ৭২ ছাড়াল

ইয়েমেনে ডিপথেরিয়ার মহামারি আঁকার ধারন ।। মৃতের সংখ্যা ৭২ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে ডিপথেরিয়া প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।এ ব্যাপারে এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, ইয়েমেনের ২৩টি প্রদেশের ২০টিতে এখন পর্যন্ত ১,১৯৩ জন ডিপথেরিয়ায় আক্রান্ত হয়েছে। তবে মধ্য ও পশ্চিম ইয়েমেনের ইব্ব এবং আল-হোদেইদাহ প্রদেশে সবচেয়ে বেশি আঘাত হানে এ রোগ।এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ঠাণ্ডা থেকে হাঁচি, কফ থেকে এমন কি কথা বলা থেকেও এ রোগ ছড়িয়ে পড়ে সহজে। তবে এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তাদের আশঙ্কা, যদি দ্রুত এটিকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে মহামারী হিসেবে ছড়িয়ে পড়বে এ রোগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন