আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা বলে পরিচিত এবং হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হোপ হিকস। তিনি ট্রাম্পের নির্বাচনকালীন প্রেস সচিব পদে দায়িত্ব পালনের পর হোয়াইট হাউসের কৌশলগত যোগাযোগ বিষয়ক পরিচালক পদেও দায়িত্ব পালন করেন।সহকর্মীদের কাছে সরে দাঁড়ানোর কথা জানিয়ে ২৯ বছর বয়সী হিকস বলেছেন, হোয়াইট হাউসে যা যা তিনি করতে পারতেন তা করতে পেরেছেন।গত বছরের ১৬ আগস্ট নিয়োগপ্রাপ্ত হিকসের পদত্যাগের খবরটি আজ বৃহস্পতিবার মিলেছে মার্কিন সংবাদমাধ্যমে।
হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এ বিষয়ে বলেছেন, হিকস কখন হোয়াইট হাউস ছাড়বেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তের মধ্যে গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) হাউস ইন্টিলিজেন্স কমিটির কাছে হিকসের জবানবন্দি পর তার এই পদত্যাগের ঘোষণার যোগসাজশ নেই বলে মনে করেন সারাহ।