News71.com
 International
 01 Mar 18, 10:16 AM
 114           
 0
 01 Mar 18, 10:16 AM

ইরানের বিরুদ্ধে একক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইরানের বিরুদ্ধে একক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্কঃ ইয়েমেনের হুথিদের কাছে অস্ত্র দেওয়ার ব্যাপারে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ ওঠে। তবে রাশিয়া তাতে ভেটো দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইরানের ব্যাপারে একাই ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালে জানান, রাশিয়া যদি একের পর ইরানের হয়ে সাফাই গাইতে থাকে, তাহলে আমাদের নিজেদেরই ব্যবস্থা নিতে হবে। সে ক্ষেত্রে ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্র একাই ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন তিনি। তবে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি নিক্কি হ্যালে।কোনো বিষয় পাস হওয়ার জন্য পক্ষে নয় ভোট প্রয়োজন এবং রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যের ভেটো থাকা যাবে না। তবে ইরানের ব্যাপারে ভেটো দিয়েছে রাশিয়া। সে কারণে কোনো পদক্ষেপ নিতে পারবে না জাতিসংঘ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন