আন্তর্জাতিক ডেস্কঃ তালেবান জঙ্গিগোষ্ঠীকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে আফগান সরকার।তালেবানকে মূল স্রোতে ফিরে আসার আহবান জানান আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।গতকাল বুধবার কাবুল প্রসেস কনফারেন্স-এ তিনি এসব কথা বলেন।আফগান প্রেসিডেন্ট ঘানি বলেন,যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি হলে তালেবানকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। শান্তি ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক দল হিসেবে নয় তালেবানকে মূলস্রোতে ফেরাতে নানাভাবে সাহায্য করছে আফগান সরকার।ইতোমধ্যে, বেশ কিছু তালেবান জঙ্গিকে মুক্তিও দেওয়া হয়েছে।কিছু তালেবান নেতার ওপর থেকে নজরবন্দি তুলে নেওয়া হয়েছে।এছাড়া, তালেবান জঙ্গিগোষ্ঠীর সদস্য ও তাদের পরিবারদের পাসপোর্ট এবং ভিসা দেওয়ার অনুমতি দিচ্ছে সরকার। এদিকে, তালেবানদের ওপর এমন পদক্ষেপকে ইতিবাচক বলে মনে করা হচ্ছে।আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রাব্বানি জানান, আফগানিস্তানে শান্তি ফিরবে বলে আশা করা যাচ্ছে।এর ফলে, সমগ্র বিশ্বও উপকৃত হবে।