News71.com
 International
 28 Feb 18, 06:35 AM
 120           
 0
 28 Feb 18, 06:35 AM

ত্রিপুরায় ২৫ বছর পর বামফ্রন্ট শাসনের অবসান ঘটতে যাচ্ছে ।। ক্ষমতায় বসতে চলেছে বিজেপি

ত্রিপুরায় ২৫ বছর পর বামফ্রন্ট শাসনের অবসান ঘটতে যাচ্ছে ।। ক্ষমতায় বসতে চলেছে বিজেপি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ত্রিপুরায় পঁচিশ বছর পর বামফ্রন্ট সরকারের শাসনের অবসান ঘটতে যাচ্ছে।ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি। এমনটাই জানিয়েছে দুটি বুথফেরত জরিপ।এক্সিসমাইইন্ডিয়া ও জানকিবাত-নিউজএক্স -এর দুটি জরিপে এসব তথ্য উঠে এসেছে।জরিপ দুটির ফলাফল অনুযায়ী, ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের শাসনের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় অবস্থান সুদৃঢ় করবে বিজেপি। জানকিবাত-নিউজএক্সের জরিপ বলছে, ত্রিপুরায় বিজেপি ৫১ শতাংশ ভোট এবং ৩৫-৪০টি আসন পেতে পারে। এক্সিসমাইইন্ডিয়ার জরিপে বলা হচ্ছে, ৪৯ শতাংশ ভোটের পাশাপাশি ৪৪-৫০টি আসনে জিততে পারে বিজেপি-আইপিএফটি জোট। বামফ্রন্ট পাবে ৪০ শতাংশ ভোট এবং ৯ থেকে ১৫টি আসন।

এদিকে, জানকিবাতের জরিপ বলছে, বামপন্থিরা ভোট এবং আসন কিছুটা বেশি পাবে।৪৫-৪৬ শতাংশ ভোট এবং ১৪ থেকে ২৩টি আসনে জিততে পারে বামফ্রন্ট। প্রসঙ্গত,বামপন্থিদের দীর্ঘদিনের ঘাঁটি ত্রিপুরায় গত ১৮ ফেব্রুয়ারি বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৫৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।সিপিএমের প্রার্থী মারা যাওয়ায় একটি আসনের ভোট স্থগিত রাখা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন