News71.com
 International
 28 Feb 18, 01:38 AM
 125           
 0
 28 Feb 18, 01:38 AM

সিরিয়ায় ব্যবহৃত রাসায়নিক অস্ত্রের সরঞ্জাম সরবরাহ করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘ

সিরিয়ায় ব্যবহৃত রাসায়নিক অস্ত্রের সরঞ্জাম সরবরাহ করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর চালানো হামলায় ব্যবহৃত রাসায়নিক অস্ত্রের প্রস্তুতে কারখানায় ব্যবহৃত সমস্ত সরঞ্জাম সরবরাহ করেছে উত্তর কোরিয়া।জাতিসংঘ বিশেষজ্ঞদের খুঁজে পাওয়া এমন তথ্য মার্কিন গণমাধ্যমে প্রকাশ করেছে।অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরণের উপকরণের পাশাপাশি রাসায়নিক অস্ত্রও উত্তর কোরিয়া সরবরাহ করে আসছে বলে জানানো হয়েছে।সম্প্রতি সিরিয়ায় আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্রের ব্যবহারের বিষয়টি আলোচিত হওয়ার পরই মার্কিন গণমাধ্যমগুলো এমন অভিযোগ এনেছে।দুদিন আগে এক শিশু অক্সিজেনের অভাবে মারা যাওয়ার দৃশ্য বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাসায়নিক অস্ত্রের ব্যবহারের বিষয়টি অস্বীকার করে আসছে।

রাসায়নিক অস্ত্র তৈরির উপকরণগুলোর মধ্যে আছে, উচ্চ-তাপ উৎপাদনকারী রাসায়নিক উপাদান, এসিড প্রতিরোধী টাইলস এবং থার্মোমিটার। জানা গেছে, রাসায়নিক অস্ত্র তৈরির গুদামগুলোতে ওই টাইলসগুলো ব্যবহার করা হচ্ছে।এদিকে রুশ বাহিনী ও আসাদ বাহিনীকে ২০১৬ সাল থেকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া, এমন অভিযোগ তুলে মার্কিন বেশ কয়েকটি গণমাধ্যম।উত্তর কোরিয়ার বেশ কয়েকজন ক্ষেপনাস্ত্র গবেষককে সিরিয়ার অস্ত্র তৈরির গুদামগুলোতে যাতায়াত করতে দেখা গেছে বলেও অভিযোগ আনা হয় ঐ প্রতিবেদনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন