News71.com
 International
 28 Feb 18, 11:41 AM
 186           
 0
 28 Feb 18, 11:41 AM

রাখাইনে গনহত্যার দায়ে বার্লিন কনফারেন্সে মায়ানমারের নিবন্ধন বাতিল।  

রাখাইনে গনহত্যার দায়ে বার্লিন কনফারেন্সে মায়ানমারের নিবন্ধন বাতিল।   

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির বার্লিনে আজ বুধবার মায়ানমারে চালানো গণহত্যার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলনে যোগ দিতে বার্লিনে পৌঁছেছিলেন আট সদস্যের মায়ানমার প্রতিনিধি দল।কিন্তু শেষ পর্যায়ে সম্মেলনে তাদের নিবন্ধন বাতিল করে দেয়া হয়েছে।ফলে তারা নিজ দেশে চালানো গণহত্যা নিয়ে নিজেদের অবস্থান জানাতে পারছেন না।এর আগে সম্মেলন কর্তৃপক্ষের কাছে নিজেদের প্রতিনিধি দলের তালিকা পাঠায় মায়ানমার।সেটি অনুমোদনও করা হয়েছিল।কিন্তু সম্মেলন শুরুর আগ মুহূর্তেই তাদের জানিয়ে দেয়া হয় তাদের সেখানে বক্তব্য দেয়ার সুযোগ নেই। মায়ানমার প্রতিনিধি দলের মুখপাত্র ডা. অং টুন থেত এ তথ্য নিশ্চিত করেছেন।গত সোমবার তিনি বলেন, হঠাৎ করেই নিবন্ধন বাতিল করা হয়েছে। তার মানে হলো সভা মায়ানমারের মতামত শুনতে চায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন