আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ৭ মার্চ যুক্তরাজ্য সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।সফরে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠক করবেন যুবরাজ।বৈঠকে বিশ্ব সন্ত্রাসবাদসহ সৌদি আরবে সামাজিক সংস্কারের বিষয়টিও গুরুত্ব পাবে বলে থেরেসা মে’ মুখপাত্র জানিয়েছেন।সৌদি যুবরাজের সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ার পাশাপাশি বিশ্বে সন্ত্রাসবাদ এবং চরমপন্থা নিয়ন্ত্রণে কৌশল নির্ধারণের বিষয় নিয়ে আলোচনা হবে। ইয়েমেন, ইরাক ও সিরিয়া সংকটও বৈঠকে গুরুত্ব পাবে বলে মুখপাত্র জানান।