News71.com
 International
 28 Feb 18, 10:18 AM
 152           
 0
 28 Feb 18, 10:18 AM

ভারতের সুপারসনিক মিসাইল দুশ্চিন্তায় ফেলেছে পাকিস্তানকে।

ভারতের সুপারসনিক মিসাইল দুশ্চিন্তায় ফেলেছে পাকিস্তানকে।

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরে তিনবার সুপারসনিক ইন্টারসেপ্টর ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে ভারত।আর তাতেই দুশ্চিন্তায় পড়েছে পাকিস্তান।তাদের দাবি, ভারতের এই বারবার মিসাইল পরীক্ষায় নাকি দক্ষিণ এশীয় অঞ্চলের কূটনৈতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।একাধিকবার ভারত এই ধরনের ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করায় পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে।ভারত ২০১৭ সালে তিনবার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে।এর ফলে ভারতের মাল্টি-লেয়ার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম মজবুত হল। এর আগে ১ এবং ১১ ফেব্রুয়ারি পরপর দুটি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

ফের গত বৃহস্পতিবার আরও একটি মিসাইল পরীক্ষা করে ভারত। গত বৃহস্পতিবার ওড়িশায় পরীক্ষামূলকভাবে এই মিসাইলটির উৎক্ষেপণ করা হয়৷এই মিসাইলটি লো অল্টিটিউটে থাকা যেকোনও ব্যালিস্টিক মিসাইলকে একেবারে ধ্বংস করে দিতে পারে৷চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার দেশে তৈরি মিসাইল পরীক্ষা করল ভারত।এই ইন্টারসেপ্টর মিসাইলকে একটি টার্গেটের বিরুদ্ধে উৎক্ষেপণ করা হয়।লঞ্চ কমপ্লেক্স ৩ থেকে উৎক্ষেপণ করা হয় পৃথ্বী মিসাইল। তার বিরুদ্ধেই ছোঁড়া হয় এই ইন্টারসেপটর মিসাইল। ওড়িশায় বালাসোরের কাছে চাঁদিপুরে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন