আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম-নওয়াজ বা পিএমএল-এনের সভাপতি হিসেবে নওয়াজ শরিফের স্থলাভিষিক্ত হলেন তার ভাই শাহবাজ শরিফ। আজ মঙ্গলবার লাহোরে দলের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির নেতারা তাকে দলের অন্তর্বর্তীকালীন সভাপতি ঘোষণা করেন। এ পদে আর কোনও প্রার্থী ছিল না। শাহবাজ শরিফ বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ মঙ্গলবারের বৈঠকে নাওয়াজ শরিফকে পাকিস্তান মুসলিম লিগের আজীবন নেতা ঘোষণা করা হয়।টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াজকন্যা মারিয়াম নওয়াজ শরিফ।উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দলীয় প্রধানের পদে অযোগ্য ঘোষণা করেছে।এর ফলে এ পদে থাকা তার পক্ষে আর সম্ভব ছিল না।এর আগে গত বছর দুর্নীতির অভিযোগে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।সাবেক এই প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছেন।