আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আগের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেছেন।পদত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মন্ত্রীসভার কয়েক জনকে তিনি রাখলেও, অনেককে হয় পদাবনতি দিয়েছেন, না হয় মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দিয়েছেন।এসব রদবদলের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নালানহ্লা নেনেকে অর্থমন্ত্রী করায়।জুমা নেনেকে অর্থমন্ত্রীর পদে নিয়োগ করে আবার অপসারণও করেছিলেন।ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের উপ সভাপতি ডেভিড মাবুজাকে উপরাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে।জ্যাকব জুমার সাবেক স্ত্রী নাকোসাজানা দামিনি জুমাকেও মন্ত্রী করা হয়েছে।দামিনি রামাফোসার বিরুদ্ধে এএনসির প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ছিলেন।আর অর্থমন্ত্রী হিসেবে নেনেকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে মন্ত্রিসভায় রদবদলের এই খবর জানাতে গিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট রামাফোসা বলেন, ধারাবাহিকতা ও স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংস্কার ও পরিবর্তন দ্রুত করার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই আমি এই রদবদল করেছি।লিননে ব্রাউন, মোসেবেঞ্জি জাওয়ান, দেস ভ্যান রুয়েন, ফিকিল মাবালুলা, ডেভিড মাহালোবো বোনগানি বোঙ্গো, নাথি নাহ্লেকো, হালেনগিউই মাখিজ এবং জোয়ে মাসোয়াঙ্গানেকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়েছে।মালুসি গিগাবাকে অর্থমন্ত্রনালয় থেকে সরিয়ে তার পূর্বের কর্মস্থল স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।