News71.com
 International
 27 Feb 18, 06:17 AM
 135           
 0
 27 Feb 18, 06:17 AM

পাপুয়া নিউ গিনির ভূমিকম্প।।নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে

পাপুয়া নিউ গিনির ভূমিকম্প।।নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে

আন্তর্জাতিক ডেস্কঃ পাপুয়া নিউ গিনির পার্বত্য অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্পের আঘাতে ৩২ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।আজ মঙ্গলবার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, ক্ষয়-ক্ষতির ব্যাপকতা ক্রমেই বাড়ছে। ৭.৫ মাত্রার ভূমিকম্পটি পোরগেরা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে গতকাল সোমবার।দেশটির এনগা প্রদেশে সোমবার ভোরে এই ভূমিকম্প হয়।ভূমিকম্পের পর অঞ্চলটিতে দুটি শক্তিশালী পরবর্তী কম্পন হয়েছে।এছাড়া বিরাট অংশ জুড়ে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পিএনজি পোস্ট কুরিয়ার পত্রিকা জানায়, সাউদার্ন হাইল্যান্ডস এর রাজধানী মেন্দিতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। পার্শ্ববর্তী কুতুবু ও বোসাভ এলাকায় আরো ১৮ জন প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।এতে আরো বলা হয়েছে, এই ঘটনায় প্রায় ৩শ’ লোক আহত হয়েছে ও বহু স্থাপনা ধ্বংস হয়েছে। ভূমিধসেরও খবর পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন