News71.com
 International
 28 Apr 16, 10:46 AM
 636           
 0
 28 Apr 16, 10:46 AM

আর্থিক সংকটে প্রযুক্তি বাজারের রাজা অ্যাপল!

আর্থিক সংকটে প্রযুক্তি বাজারের রাজা অ্যাপল!

 

নিউজ ডেস্কঃ আইফোন, আইপ্যাড, ম্যাকের মতো যুগান্তকারী সব পণ্য বাজারে ছেড়ে প্রযুক্তি বাজারে রাজত্ব করেছে অ্যাপল। শেয়ারবাজারেও সে রাজত্ব এত দিন টিকিয়ে রেখেছিল প্রতিষ্ঠানটি। টানা ১৩ বছর ক্রমেই বেড়েছে তাদের শেয়ারমূল্য। এই ১৩ বছরে এবারই প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির শেয়ারমূল্যে ধস দেখা গেছে।

গত মঙ্গলবার বিকেলে চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এতে গত বছরের একই সময়কালের তুলনায় আয় এক ধাক্কায় প্রায় ৮০০ কোটি ডলার কমেছে। ওয়াল স্ট্রিট জার্নাল অবশ্য আগেই ব্যাপারটা অনুমান করতে পেরেছিল, তবে মূল্যপতনের পরিমাণটা তাদেরও হিসাবের বাইরেই চলে গেছে।

আর্থিক বিবরণী প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই শেয়ারবাজারে এর প্রভাব পড়তে শুরু করে। শেয়ারমূল্য ৮ শতাংশ কমায় অ্যাপলের বাজারদর ৪ হাজার কোটি ডলারের বেশি কমেছে। গত প্রান্তিকে অ্যাপলের ৬৭ শতাংশ পণ্য বিক্রি হয়েছে আন্তর্জাতিক বাজারে। অ্যাপলের হতাশাজনক আয়ের কারণ হিসেবে এটাও উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। টিম কুক বলেন, ‘আপনারা জানেন স্মার্টফোনের বাজার এখন সম্প্রসারণ হচ্ছে না। তবে আমার ধারণা, বৈশ্বিক অর্থনীতির প্রভাবের কারণেই এমনটা হয়েছে। আশা করি এ অবস্থাও পার করব আমরা।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন