আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রসিকিউটররা দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের ৩০ বছরের কারাদন্ডের দাবি জানিয়েছেন। তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করায় তারা আজ মঙ্গলবার এ দাবি জানান। খবরে বলা হয়, ৬৬ বছর বয়সী পার্কের বিরুদ্ধে বড় ধরণের দুর্নীতির অভিযোগ ওঠায় গত বছরের মার্চে দেশের শীর্ষ আদালত তাকে বরখাস্তের নির্দেশ দেন। তখন থেকে প্রায় এক বছর ধরে তিনি বন্দি রয়েছেন।