আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল ইয়েমেনের বিরুদ্ধে অবরোধ বাড়াতে ব্রিটেন উত্থাপিত একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। প্রস্তাবটিতে হুতি বিদ্রোহীদেরকে অবৈধভাবে অস্ত্র সরবারাহের জন্য ইরানের প্রতি নিন্দা জানানো হয়। একইসঙ্গে রাশিয়া নিরাপত্তা পরিষদে তাদের নিজস্ব প্রস্তাব উত্থাপন করে। ব্রিটেন উত্থাপিত খসড়া প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। কিন্তু রাশিয়া ও বলিভিয়া এতে ভেটো দেয়। কাজাখস্তান আর চীন ভোট দান থেকে বিরত থাকে। তবে অপর প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাশ হয়েছে।দুটি প্রস্তাবেই ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ত্র এবং সম্পদ জব্দ ও ইয়েমেনকে অস্থিতিশীলতার জন্য দায়ী ব্যক্তিদের ভ্রমণে নিষেধাজ্ঞাসহ অন্যান্য বিষয়ের ওপর অবরোধ বাড়ানোর কথা বলা হয়েছে। ব্রিটেনের প্রস্তাবে তেহরানের বিরুদ্ধে নিন্দার বিষয়টিও রয়েছে। পশ্চিমা দেশগুলোর সন্দেহ ইরান অবৈধভাবে ইয়েমেনের বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে।