আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনকে চীনের প্রদেশ বানানোর আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।তিনি চীনের উদ্দেশে বলেন, আপনারা চাইলে, আমাদেরকে ফুজিয়ানের মতো আপনাদের প্রদেশ বানিয়ে ফেলুন।ফিলিপিনো-চীনা ব্যবসায়ীদের এক সম্মেলনে অনেকটা কৌতুকের ছলে ওই কথা বললেও এ নিয়ে অনেকেই উদ্বেগ বোধ করছেন।ফিলিপাইনের বিতর্কিত এই প্রেসিডেন্টের ওই সভায় চীনের রাষ্ট্রদূত ঝাও জিয়ানহুয়া উপস্থিত ছিলেন। উপস্থিত চীনা ব্যবসায়ী ও শিল্পপতিরা ওই মন্তব্যের প্রশংসা করেন।
প্রেসিডেন্ট দুতের্তে বলেন, চীনের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগের কিছু নেই।সামরিক ঘাঁটির উপস্থিতির কথা আমার স্বীকার করতেই হবে। এটি আমাদেরকে লক্ষ্য করে নির্মাণ করা হয়নি। এ ঘাঁটি প্রস্তুত করা হয়েছে আমেরিকাকে লক্ষ্য করে।প্রসঙ্গত, ফিলিপাইন মার্কিনপন্থি হলেও, দুতের্তে ক্ষমতায় আসার পর চীন-ঘেঁষা পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। সর্বশেষ ওই মন্তব্য এরই প্রতিফলন। প্রেসিডেন্ট দুতের্তের ওই মন্তব্য ফিলিপাইনে বিতর্কের ঝড় তুলেছে।