News71.com
 International
 26 Feb 18, 11:59 AM
 192           
 0
 26 Feb 18, 11:59 AM

নিজ দেশকে চীনের প্রদেশ বানানোর আহবান জানিয়েছেন ফিলিপিনো প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

নিজ দেশকে চীনের প্রদেশ বানানোর আহবান জানিয়েছেন ফিলিপিনো প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।


আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনকে চীনের প্রদেশ বানানোর আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।তিনি চীনের উদ্দেশে বলেন, আপনারা চাইলে, আমাদেরকে ফুজিয়ানের মতো আপনাদের প্রদেশ বানিয়ে ফেলুন।ফিলিপিনো-চীনা ব্যবসায়ীদের এক সম্মেলনে অনেকটা কৌতুকের ছলে ওই কথা বললেও এ নিয়ে অনেকেই উদ্বেগ বোধ করছেন।ফিলিপাইনের বিতর্কিত এই প্রেসিডেন্টের ওই সভায় চীনের রাষ্ট্রদূত ঝাও জিয়ানহুয়া উপস্থিত ছিলেন। উপস্থিত চীনা ব্যবসায়ী ও শিল্পপতিরা ওই মন্তব্যের প্রশংসা করেন।


প্রেসিডেন্ট দুতের্তে বলেন, চীনের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগের কিছু নেই।সামরিক ঘাঁটির উপস্থিতির কথা আমার স্বীকার করতেই হবে। এটি আমাদেরকে লক্ষ্য করে নির্মাণ করা হয়নি। এ ঘাঁটি প্রস্তুত করা হয়েছে আমেরিকাকে লক্ষ্য করে।প্রসঙ্গত, ফিলিপাইন মার্কিনপন্থি হলেও, দুতের্তে ক্ষমতায় আসার পর চীন-ঘেঁষা পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। সর্বশেষ ওই মন্তব্য এরই প্রতিফলন। প্রেসিডেন্ট দুতের্তের ওই মন্তব্য ফিলিপাইনে বিতর্কের ঝড় তুলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন