News71.com
 International
 26 Feb 18, 11:55 AM
 184           
 0
 26 Feb 18, 11:55 AM

পাকিস্তানের ধর্মদ্রোহিতা আইনের প্রতিবাদে রোমের কলোসিয়ামে লাল আলো

পাকিস্তানের ধর্মদ্রোহিতা আইনের প্রতিবাদে রোমের কলোসিয়ামে লাল আলো


আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীর অন্যতম প্রাচীন শহর রোমের ঐতিহ্যবাহী কলোসিয়াম মুড়ে দেওয়া হল লাল আলোয়।খ্রিষ্ঠান ধর্মে লাল রঙ বিপ্লবের প্রতীক। পাকিস্তানের ধর্মদ্রোহিতা আইনের প্রতিবাদ করতেই গতকাল রবিবার লাল আলোয় মুড়ে ফেলা হয় রোমের কলোসিয়াম।ঘটনার সূত্রপাত ২০০৯ সালের জুন মাসে।আসিয়া বিবি নামের এক পাক ক্যাথলিক ধর্মাবলম্বী নারী নাকি ধর্মের অবমাননা করেছেন। অমুসলিম হয়েও প্রতিবেশী মুসলিমের গ্লাস থেকে পানি খেয়েছিলেন আসিয়া বিবি।প্রবল তৃষ্ণায় সেই প্রতিবেশীর নিষেধ অমান্য করেই পান করে ফেলেছিলেন গ্লাসের জল।আর পানি খেতে নিষেধ করায় আসিয়া বিবি নাকি ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননা মূলক মন্তব্য করেছিলেন।সেই কারণে ২০১০ সালের নভেম্বর মাসে আসিয়া বিবি-কে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় পাকিস্তানি আদালত। সেই সময় থেকেই জেলেই রয়েছেন আসিয়া বিবি।


আসিয়া বিবি পাকিস্তানেরই নাগরিক। পাকিস্তানি পাঞ্জাবের সেখপুরা জেলার এক খ্রিস্টান অধ্যুষিত ছোট গ্রামে তাঁর জন্ম হয়। লাহোর শহর থেকে ওই গ্রামের দূরত্ব প্রায় ৩০ মাইল।অন্যদিকে, কলোসিয়াম হচ্ছে ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। ৫০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হত।মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পাকিস্তানের ব্লাসফেমি আইন বা ধর্মদ্রোহিতার আইনের সুযোগ নিয়ে ধর্মীয় উগ্রপন্থীরা নিপীড়ন চালায়। এছাড়া ব্যক্তিগত রোষ থেকেও প্রতিপক্ষকে ধর্মদ্রোহিতার অভিযোগের ফাঁদে ফেলে প্রতিশোধ নেয় অনেকে। বহু মুসলিমকেও এই আইনের ফাঁদে ফেলেছে তাদের শত্রুরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন