News71.com
 International
 26 Feb 18, 06:10 AM
 271           
 0
 26 Feb 18, 06:10 AM

কঙ্গোতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি ।। নিহত ৪ জন  

কঙ্গোতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি ।। নিহত ৪ জন   

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার অস্থিতিশীল রাষ্ট্র ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় গতকাল রোববার প্রেসিডেন্ট জোসেফ কাবিলা বিরোধী এক বিক্ষোভে পুলিশ গুলি চালালে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৯ জন।প্রেসিডেন্ট কাবিলা বিরোধী এই বিক্ষোভের আয়োজক গির্জা কর্তৃপক্ষ।চার্চের ডাকে বহু লোক এতে যোগ দেয়।এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।বিক্ষোভকারীরা পুলিশের তাড়া খেয়ে কিনশাসার নতরদেম ক্যাথিড্রালের ভেতরে আশ্রয় নেয়। তারা গির্জার ভেতর থেকে ও ছাদের ওপর থেকে পুলিশের ওপর ইট পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালায়।এসময় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন