News71.com
 International
 26 Feb 18, 06:06 AM
 235           
 0
 26 Feb 18, 06:06 AM

তৃণমূল কংগ্রেসের সকল পদ থেকে অব্যাহতি নিলেন ভারতীয় ফুটবলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া।

তৃণমূল কংগ্রেসের সকল পদ থেকে অব্যাহতি নিলেন ভারতীয় ফুটবলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া।

আন্তর্জাতিক ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন সাবেক ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া।আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।ওই পোস্টে বাইচুং ভুটিয়া লিখেছেন, তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত নয়। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের বিপরীতে বাইচুংকে প্রার্থী করেছিল তৃণমূলকংগ্রেস।তার আগে ২০১৪ সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রেও তাকে প্রার্থী করা হয়েছিল।তবে দু’বারই তাকে পরাজিত হতে হয়।এরপরও তাকে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি পছন্দের বাইচুং ভুটিয়াকে বঙ্গভূষণ সম্মানও দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন