News71.com
 International
 26 Feb 18, 05:58 AM
 182           
 0
 26 Feb 18, 05:58 AM

অস্ট্রেলিয়ার নতুন উপপ্রধানমন্ত্রী মাইকেল ম্যাককোর্মাক।

অস্ট্রেলিয়ার নতুন উপপ্রধানমন্ত্রী মাইকেল ম্যাককোর্মাক।

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার নতুন উপপ্রধানমন্ত্রী হিসেবে মাইকেল ম্যাককোর্মাককে নিয়োগ দেওয়া হয়েছে।তিনি দেশটির একটি আঞ্চলিক সংবাদপত্রের সাবেক সম্পাদক।অস্ট্রেলিয়ার পদত্যাগকারী উপপ্রধানমন্ত্রী বার্নবি জয়েসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মাইকেল ম্যাককোর্মাক।

জানা গেছে, ১৯৯৩ সালে লেখা এক কলামে সমকামীতাকে নোংরা অভিহিত করে সমালোচনার মুখে পড়েন ম্যাককোর্মাক।ন্যাশনাল পার্টির নেতা হিসেবে তিনি সরাসরি জোট সরকারের উপপ্রধানমন্ত্রী হয়েছেন। লিবারেল পার্টির নেতা প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের ডেপুটি হিসেবে দায়িত্বপালন করবেন ম্যাককোর্মাক। প্রসঙ্গত, সাবেক এক কর্মচারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে চাপের মুখে শুক্রবার পদত্যাগ করেন উপপ্রধানমন্ত্রী জয়েস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন