News71.com
 International
 26 Feb 18, 11:10 AM
 161           
 0
 26 Feb 18, 11:10 AM

পরমাণু ইস্যুতে সকল মার্কিন শর্ত প্রত্যাখ্যান করেল ইরান।

পরমাণু ইস্যুতে সকল মার্কিন শর্ত প্রত্যাখ্যান করেল ইরান।

আন্তর্জাতিক ডেস্কঃ পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বহাল রাখার জন্য মার্কিন সরকার যেসব শর্ত দিয়েছে তা ভ্রান্ত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। ইরান উল্টো ওই সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত ওই চুক্তিটিতে মার্কিন সমর্থন কার্যকর রাখতে প্রতি ছয় মাস অন্তর প্রেসিডেন্টের সম্মতির দরকার পড়ে।চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অনুমোদন দেওয়ার সময় জানিয়ে দেন চুক্তিটিতে থাকা ত্রুটি সংশোধন না করলে আর অনুমোদন দেবেন না তিনি।ইরানের পরমাণু কর্মসূচি চলমান রাখার বিষয়ে ওই চুক্তি স্বাক্ষর হয়। পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে ওয়াশিংটন ছয়টি পূর্বশর্ত দিয়েছে।ট্রাম্প প্রশাসন ওই ছয়টি ইস্যুতে ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে শলাপরামর্শ করছে।তবে ওই চুক্তিতে কোনও ধরনের সংশোধনীর প্রস্তাব প্রত্যাখান করেছে ইরান।ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল রবিবার তেহরানে সাংবাদিকদের বলেছেন,একটি সমঝোতায় স্বাক্ষরকারী কোনো পক্ষ ওই সমঝোতা বাস্তবায়নের জন্য শর্ত আরোপ করতে পারে না। আমেরিকা এর আগে কিছু শর্ত দিয়েছিল যেগুলো ছিল ভ্রান্ত এবং তাদের নতুন শর্তগুলিও অসমীচীন।আন্তর্জাতিক সমাজের উচিত পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশ হিসেবে এটি হুবহু বাস্তবায়নের জন্য আমেরিকার ওপর চাপ সৃষ্টি করা।এটিই এখন আমাদের প্রধান সমস্যা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন