News71.com
 International
 26 Feb 18, 10:34 AM
 179           
 0
 26 Feb 18, 10:34 AM

জাতিসংঘের যুদ্ধবিরতির মধ্যেও সিরিয় বাহিনীর বিমান হামলা।।নিহত ৯ জন

জাতিসংঘের যুদ্ধবিরতির মধ্যেও সিরিয় বাহিনীর বিমান হামলা।।নিহত ৯ জন

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল রবিবার যুদ্ধবিরতির সিদ্ধান্ত হওয়ার কয়েক ঘন্টা পরেও বিদ্রোহী অধ্যূষিত অঞ্চলে হামলা চালিয়েছে সিরীয় বাহিনী।গতকাল বিকালে হামলায় ৪ শিশুসহ ৯ জন নিহত ও ২৩ জন আহত হয়েচে।রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী পূর্ব ঘৌটায় গত এক সপ্তাহে সিরিয়ার সরকারী বাহিনীর বোমা হামলায় সাড়ে পাঁচশোর বেশী মানুষ নিহত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষ্যে ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।গতকাল রোববার যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সম্মান জানাতে সিরিয়ার ওপর চাপ প্রয়োগ করতে রাশিয়াকে অনুরোধ করেছে ফ্রান্স ও জার্মানি।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এবং ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। তবে যুদ্ধবিরতির সমঝোতা অনুযায়ী, ইসলামী জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে পারবে সিরিয়া ও রুশ সেনাবাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন