আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড়ো মিকি মাউস তৈরি করে রেকর্ড গড়েছে দুবাই।১৮ মিটার উঁচু সেই মিকি মাউস তৈরি করতে প্রায় এক লাখ গাছ এবং ফুলের প্রয়োজন হয়েছে।দুবাইয়ের মিরাকল গার্ডেনে সেটি রাখা হয়েছে। জানা গেছে, মিকি মাউসটির ওজন প্রায় ৫৭ টন। ওয়াল্ট ডিজনির সঙ্গে ওই গার্ডেনের চুক্তির পরই মিকি মাউসটির ভাস্কর্য তৈরি করা হয়।দুবাই মিরাকল গার্ডেনের একজন কর্মকর্তা জানান, মিকি মাউসের ভাস্কর্যটি নির্মাণ করতে একশ কর্মীর ৪৫ দিন সময় লেগেছে।সেখানে সাত টন স্টিল এবং ৫০ টন কংক্রিট ব্যবহার করা হয়েছে। প্রসঙ্গত, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গার্ডেনটি খোলা থাকে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। শুক্রবার এবং শনিবার খোলা থাকে সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত।প্রাপ্ত বয়স্কদের প্রবেশ মূল্য ৪৫ দিরহাম হলেও শিশুদের জন্য তা ৩৫ দিরহাম। তবে প্রতিবন্ধী এবং দুই বছরের কম বয়সীদের প্রবেশে কোনো অর্থ লাগে না।