News71.com
 International
 26 Feb 18, 10:33 AM
 152           
 0
 26 Feb 18, 10:33 AM

পাপুয়া নিউ গিনিতে ৭.৫ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প।

পাপুয়া নিউ গিনিতে ৭.৫ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প।

আন্তর্জাতিক ডেস্কঃ পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, আজ সোমবার সকালে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।তবে ওই ভূমিকম্প থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি।এঙ্গা প্রদেশের পোরগেরা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি এবং হতাহতের আশঙ্কা রয়েছে।ভূমিকম্প থেকে ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে পাপুয়া নিউ গিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন