আন্তর্জাতিক ডেস্কঃ এশিয়া প্যাসিফিক ইকোনমিক সামিটের (এপিইসি) সবচেয়ে বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে পাপুয়া নিউ গিনি।তবে বেশকিছু ব্যাপারে দেশটি ভিনদেশের সহযোগিতা নিচ্ছে বলে জানা গেছে। এক্ষেত্রে চীন ও অস্ট্রেলিয়া নিউ গিনিকে আর্থিকভাবে সহায়তা করছে। ইতোমধ্যেই এপিইসির কূটনৈতিক সম্মেলন আয়োজনের কাজ শুরু করেছে আয়োজক দেশটি।স্থান নিধারণ করে সম্মেলনের জন্য মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।বহু শ্রমিক নিরলসভাবে সেখানে কাজ করে যাচ্ছেন।