News71.com
 International
 25 Feb 18, 06:23 AM
 150           
 0
 25 Feb 18, 06:23 AM

যুক্তরাষ্ট্রকে জবাব দিতে এবার সিরিয়ায় সর্বাধুনিক যুদ্ধবিমান পাঠাল রাশিয়া

যুক্তরাষ্ট্রকে জবাব দিতে এবার সিরিয়ায় সর্বাধুনিক যুদ্ধবিমান পাঠাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পর এবার সিরিয়ায় সর্বাধুনিক দুটি যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া। সন্ত্রাসীদের অবস্থানে হামলার কথা বলে দেশটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-২২ মোতায়েন করার পর রাশিয়া এ পদক্ষেপ নিল।সম্প্রতি কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছে যে, রাশিয়ার দুটি এসইউ-৫৭ বিমানকে সিরিয়ার আকাশে দেখা গেছে এবং বিমান দুটি পরে লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটিতে নামে। এসইউ-৫৭ হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান।খবরে বলা হয়েছে, এ বিমান দুটিকে চতুর্থ প্রজন্মের এসইউ-৩০এসএম বিমান এস্কর্ট করে নিয়ে যায়। এসইউ-৫৭ স্টিলথ বিমান যদিও হামলার কাজে ব্যবহার করা হয় তবে বহুমুখী ভূমিকা পালন করতে পারে। এ বিমানে রয়েছে এমন কিছু ইলেক্ট্রনিক ব্যবস্থা যা যুদ্ধক্ষেত্রে পাইলটকে স্বাধীনভাবে সহায়তা করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন