International
 27 Apr 16, 11:13 AM
 192             0

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রত্যয় ফ্রান্সের ।।

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রত্যয় ফ্রান্সের ।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, পুরোহিত পরমানন্দ রায় এবং দু’জন সমকামী অধিকারকর্মী জুলহাস ও মাহবুব তনয়ের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ফ্রান্স । অপরাধীদের বিচারের সম্মুখীন করার দাবিও জানায় দেশটি। সেই সঙ্গে জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে দাঁড়াবে তারা।

আজ ঢাকার ফরাসি দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত কয়েক মাসে বাংলাদেশে সুশীল সমাজের সদস্য, মানবাধিকার কর্মী ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিসহ বেশ কিছু হত্যাকাণ্ডের পর আবারও পরপর কিছু হত্যাকাণ্ড ঘটলো। আর এসব ঘটনার অধিকাংশই দায়িত্ব স্বীকার হয়েছে।

ফ্রান্স সরকার বলছে, অপরাধীদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। এসব হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি শোক এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে ফ্রান্স দাঁড়াবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')