News71.com
 International
 26 Feb 18, 11:28 AM
 195           
 0
 26 Feb 18, 11:28 AM

ফোনালাপেই উত্তেজিত হলেন ডোনাল্ড ট্রাম্প ।।মেক্সিকোন প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর স্থগিত

ফোনালাপেই উত্তেজিত হলেন ডোনাল্ড ট্রাম্প ।।মেক্সিকোন প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর স্থগিত

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে উত্তেজিত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো’র সঙ্গে প্রায় ৫০ মিনিটের মতো কথা বলেন ট্রাম্প।স্বভাবতই আলোচনায় উঠে আসে মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের দেয়াল নির্মাণের প্রসঙ্গ। এ নিয়ে কথোপকথনের এক পর্যায়ে রাগান্বিত হয়ে পড়েন ট্রাম্প।তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্টকে হতাশ ও উত্তেজিত করা হয়েছে। ওই ফোনালাপে হোয়াইট হাউসে মেক্সিকোর প্রেসিডেন্টের আসন্ন সফরসূচি স্থগিত করা হয়েছে। ট্রাম্পের হোয়াইট হাউসে মেক্সিকান প্রেসিডেন্টের এটাই ছিল প্রথম সফরসূচি।সীমান্তে দেয়াল নির্মাণের খরচ দেবে না মেক্সিকো-প্রকাশ্যে এটা স্বীকার করতে অস্বীকৃতি জানান ট্রাম্প। মূলত এ নিয়েই দুই নেতার আলোচনায় জটিলতা তৈরি হয়।ট্রাম্পের ওই রাগান্বিত ফোন কলের পর গতকাল শনিবার একজন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা বলেন, দুই নেতা একমত হয়েছেন যে ওই সফরের জন্য এটি সঠিক সময় নয়।তবে তাদের টিম আলোচনা অব্যাহত রাখবে এবং একযোগে কাজ করবে।নির্বাচনি প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন সীমান্ত দেয়াল নির্মাণের খরচ মেক্সিকোর কাছ থেকে আদায় করা হবে।কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে তার ওই প্রতিশ্রুতি থেকে সরিয়ে নিতে এনরিক পেনা নিয়েতো’র যে অব্স্থান, তাকে অযৌক্তিক মনে করেন ট্রাম্প।এদিকে এনরিক পেনা নিয়েতো’র ওই সফর আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছেন মেক্সিকান কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন